
সাভারে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান
ঢাকা, ৩০ জুলাই ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন যে সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটে ফেলতে পারে। গতকাল বুধবার (৩০ জুলাই) ঢাকার সাভারের আশুলিয়ায় এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সংকট ও ফ্যাসিবাদের আশঙ্কা
লন্ডন থেকে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “পতিত ফ্যাসিবাদী অপশক্তি রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁত পেতে আছে। সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রের যাত্রাপথকে সংকটে ফেললে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথা চাড়া দিতে পারে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে “অত্যন্ত সতর্ক” থাকার তাগিদ দেন এবং যোগ করেন, “শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়।”
জনগণের ক্ষমতায়নের দাবি
রহমান জোর দিয়ে বলেন, “জনগণ কখনই কয়েকজনের হাতে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আন্দোলন করেনি। তারা রাষ্ট্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে প্রতিরোধ করেছে।” তিনি সরকার ও নেতৃত্বকে “জনগণের মুখাপেক্ষী” করার তাগিদ দেন: “নির্বাচিত প্রতিনিধিদের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায়।”
নির্বাচন প্রক্রিয়ায় সংশয়
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে—সব নির্বাচনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কি না, তা বড় প্রশ্ন।”
শহীদদের স্মৃতিতে বিশেষ স্থাপনা
৫ আগস্টের শোকাবহ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রহমান ঘোষণা করেন, “বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সাভার-আশুলিয়া বা অন্য কোনো স্থানে শ্রমজীবী মানুষের আত্মত্যাগের স্মরণে বিশেষ স্থাপনা নির্মাণ করা হবে।” তিনি উল্লেখ করেন, “প্রতিটি শহীদের মৃত্যু একটি পরিবারের ট্র্যাজেডি। শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই পালিত হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়
১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর অভ্যুত্থান পর্যন্ত সব শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রহমান প্রার্থনা করেন: “আল্লাহ যেন প্রতিটি আত্মদানকে শহীদী মৃত্যু হিসেবে কবুল করেন।” অনুষ্ঠানে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদ পরিবারবর্গকে ধন্যবাদ জানান তিনি। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।