ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা বিস্ফোরণে নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠানামার সিঁড়ি) চাকা বিস্ফোরণে রুম্মান আহমদ নামের একজন কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় রুম্মান আহমদের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top