ডাকসু নির্বাচনে রিটার্নিং অফিসারদের তালিকা চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়, 31 জুলাই ২০২৫:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য সকল হলের রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসারদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গত ২০ জুলাই উপাচার্যের অফিস সংলগ্ন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি হলে উপাচার্য ও প্রাধ্যক্ষ কর্তৃক মনোনীত একজন করে শিক্ষক দায়িত্ব পালন করবেন।

হলভিত্তিক রিটার্নিং অফিসার তালিকা:

  1. সলিমুল্লাহ মুসলিম হল:
    • আরও: অধ্যাপক ড. মো. নুরুল আমিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
    • সহকারী আরও: জাওয়াদ ইবনে ফরিদ (সহকারী আবাসিক শিক্ষক)
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ হল:
    • আরও: অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ)
    • সহকারী আরও: ড. মো. মিজানুর রহমান (সহকারী আবাসিক শিক্ষক)
  3. জগন্নাথ হল:
    • আরও: সহযোগী অধ্যাপক ড. শান্টু বড়ুয়া (পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ)
    • সহকারী আরও: সহকারী অধ্যাপক উচিংলয়েন (আবাসিক শিক্ষক)
  4. ফজলুল হক মুসলিম হল:
    • আরও: সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান (মনোবিজ্ঞান)
    • সহকারী আরও: ড. মো. আল আমীন সিকদার (সহকারী আবাসিক শিক্ষক)
  5. শহীদ সার্জেন্ট জহুরুল হক হল:
    • আরও: ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন)
    • সহকারী আরও: মো. রাফিউল ইসলাম রাঙ্গা (আবাসিক শিক্ষক)
  6. রোকেয়া হল:
    • আরও: অধ্যাপক ড. সালমা বেগম (সমাজবিজ্ঞান)
    • সহকারী আরও: রুমানা পারভীন এ্যানি (খন্ডকালীন আবাসিক শিক্ষক)
  7. সূর্যসেন হল:
    • আরও: ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ (বিশ্বধর্ম ও সংস্কৃতি)
    • সহকারী আরও: ড. মো. তারেক মাহমুদ (হাউজ টিউটর)
  8. হাজী মুহম্মদ মুহসীন হল:
    • আরও: অধ্যাপক শাহ শামীম আহমেদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
    • সহকারী আরও: মোহাম্মদ আইনুল ইসলাম (আবাসিক শিক্ষক)
  9. শামসুন্নাহার হল:
    • আরও: অধ্যাপক ড. নুসরাত ফাতেমা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
    • সহকারী আরও: ইফফাত নূর এশা (সিনিয়র আবাসিক শিক্ষক)
  10. কবি জসীম উদ্দিন হল:
    • আরও: অধ্যাপক আহমেদ বশির (ইংরেজি)
    • সহকারী আরও: ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া (আবাসিক শিক্ষক)
  11. স্যার এ এফ রহমান হল:
    • আরও: অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান (আরবি)
    • সহকারী আরও: মো. স্বপন মিয়া (সহকারী আবাসিক শিক্ষক)
  12. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল:
    • আরও: অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন (ফিন্যান্স)
    • সহকারী আরও: ড. আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ (আবাসিক শিক্ষক)
  13. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল:
    • আরও: অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ (ইসলামিক স্টাডিজ)
    • সহকারী আরও: অধ্যাপক ড. শেখ মো. ইউসুফ (আবাসিক শিক্ষক)
  14. বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল:
    • আরও: অধ্যাপক ড. তানিয়া রহমান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট)
    • সহকারী আরও: তাসনিমা খান (খন্ডকালীন আবাসিক শিক্ষক)
  15. শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল:
    • আরও: অধ্যাপক ড. মুর্শিদা বেগম (প্রাণিবিদ্যা)
    • সহকারী আরও: রোমানা পাপড়ি (খন্ডকালীন আবাসিক শিক্ষক)
  16. অমর একুশে হল:
    • আরও: অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)
    • সহকারী আরও: অধ্যাপক ড. আবুল কালাম আজাদ (আবাসিক শিক্ষক)
  17. কবি সুফিয়া কামাল হল:
    • আরও: অধ্যাপক ড. সোহানা জাহান (গণিত)
    • সহকারী আরও: শেখ জিনাত শারমিন (আবাসিক শিক্ষক)
  18. বিজয় একাত্তর হল:
    • আরও: অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট)
    • সহকারী আরও: অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ (আবাসিক শিক্ষক)

এই শিক্ষকবৃন্দ ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন। নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top