
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি গঠনের অংশ হিসেবে স্যার এ এফ রহমান হলেও নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ মাহদীজ্জামান জ্যোতি।
দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ফেরদৌস সিদ্দিক সায়মন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী রাজনৈতিক কর্মী হিসেবে হল ও ক্যাম্পাসে ছাত্রদের মাঝে পরিচিত। সদস্য সচিব মোঃ মাহদীজ্জামান জ্যোতি ছাত্রদলের রাজনীতিতে শুরু থেকেই সক্রিয় ছিলেন।
কমিটি গঠনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন “ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের পর আজ দল আমাদের মূল্যায়ন করেছে বলে আনন্দিত। বাংলাদেশী জাতীয়তাবাদ আদর্শ ধারণ করে আগামীতে উদার গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবো ও স্যার এ এফ রহমান হলকে একটি আধুনিক হলে রূপান্তরের চেষ্টা করবো”
নতুন এই নেতৃত্বের মাধ্যমে স্যার এ এফ রহমান হলে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।