
ঢাকা, ৩১ জুলাই ২০২৪
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৩০৯তম সভা গতকাল বুধবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের দ্বিতীয় ত্রৈমাসিকের (৩০ জুন ২০২৫ সমাপ্ত) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভার প্রধান তথ্য:
- সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
- উপস্থিত ছিলেন:
- ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান
- এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ
- রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম
- অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান
- ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম
- কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী
আলোচ্য বিষয়: সভায় ৩০ জুন ২০২৫ তারিখ সমাপ্ত দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক কার্যক্রম বিশদভাবে পর্যালোচনা করা হয়। পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের প্রাথমিক আর্থিক সূচকগুলোতে সন্তোষ প্রকাশ করেন।
প্রাসঙ্গিক তথ্য:
ব্যাংকটি শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। ২০২৫ সালের জন্য ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে এই ত্রৈমাসিক প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পরিচালনা পর্ষদ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সূত্র: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি।