মেসির জাদুতে মায়ামির জয়: ‘বিশ্রাম আমার জন্য নয়, খেলতেই হবে’

মায়ামি, ৩১ জুলাই: বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও মাঠে ফিরেই চোখ ধাঁধানো পারফরম্যান্সে লিওনেল মেসি প্রমাণ করলেন, কেন তিনি বিশ্ব ফুটবলের সেরাদের একজন। বুধবার রাতে লিগস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় ২-১ জয় এনে দিলেন ইন্টার মায়ামিকে, যার পুরোভাগে ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

মূল ঘটনাবলি:

  • ম্যাচের হিরো: এমএলএস অল-স্টার ম্যাচে অনুপস্থিতির জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে মেসি জড়ান দুই অ্যাসিস্টে। বিশেষ করে স্টপেজ টাইমে তার ক্রস থেকে মার্সেলো ওয়েইগান্টের জয়সূচক গোলটি ম্যাচটিকে বাঁচিয়ে দেয়।
  • নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেসির মন্তব্য: “গরম ও বিরতির কারণে শুরুটা কঠিন ছিল। বিশ্রাম অনেকের জন্য ভালো, কিন্তু আমার জন্য নয়। আমি খেললেই ছন্দ পাই। আমাকে খেলতেই হবে—খেলার মাধ্যমেই আমি নিজেকে শাণিত করি।”
  • বিতর্কিত গোল: ওয়েইগান্টের গোলটি প্রথমে অফসাইড বলে বাতিল হলেও ভিএআর রিভিউ-এর পর গোলটি বৈধ ঘোষিত হয়।

পরিসংখ্যানে মেসির দাপুটে ফর্ম:

মায়ামির গত ২৭টি গোলের মধ্যে ২১টিতেই (গোল বা অ্যাসিস্ট) সরাসরি ভূমিকা রেখেছেন মেসি। তার নেতৃত্বে দলটি বর্তমানে লিগস কাপ গ্রুপ পর্বে শীর্ষে রয়েছে।

ডি পলের অভিষেক ও কোচের প্রতিক্রিয়া:

  • বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পল এদিন মায়ামিতে অভিষেক করেন। মেসির সঙ্গে তার সমন্বয় মাঠে দৃশ্যমান হয়।
  • কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “রদ্রিগো দলে নতুন মাত্রা এনেছেন। মেসির সঙ্গে তার বোঝাপড়া অসাধারণ—মাঠের ভিতরে-বাইরে। এমন সংযোগ বিরল, আমাদের এটি কাজে লাগাতে হবে।”

সামনের চ্যালেঞ্জ:

গ্রুপ পর্বে মেক্সিকোর নেকাক্সা (৩ আগস্ট) ও পুমাসের (৬ আগস্ট) বিপক্ষে ম্যাচ খেলবে মায়ামি। মেসির ভাষ্যে, “মেক্সিকান দলগুলোর বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। এই টুর্নামেন্টে ট্রফি জয়ের সুযোগ আছে—আমরা লড়াই চালিয়ে যাব।”

প্রাসঙ্গিক তথ্য:
মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি লিগস কাপ ছাড়াও লিগ শিল্ড ও কোপা মেডেলিডা জয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১১ আগস্ট মিয়ামিতে তালিকাভুক্তি শুরুর পর থেকে দলের টিকিটের চাহিদা ১,০০০% বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top